নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ PM
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা © সংগৃহীত

নির্বাচনের মাঠে ১ লাখ সেনা, নৌ-বাহিনী ও বিমানবাহিনীর সদস্য থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে বিভাগীয় জেলা প্রশাসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনের সময় এই সংখ্যা প্রায় তিনগুণ বাড়িয়ে এক লাখে উন্নীত করা হবে। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডও নির্বাচনের সময় মাঠে থাকবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুব ভালো, তাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। তাদের সংখ্যা আমরা অনেক বাড়িয়ে দিয়েছি।

লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সেজন্য এখানে অভিযান পরিচালনা করা ‘ডিফিকাল্ট’। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। অস্ত্র উদ্ধারে পুলিশ ইতোমধ্যে বড় সাফল্য দেখিয়েছে। তবে এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটি নির্ভর করবে জনগণের ওপর। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের আর কেউ আটকে রাখতে পারবে না। এরপর রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে মতৈক্য তৈরি হলে নির্বাচন আরও সহজ হয়।

বাইরের দেশে বিভিন্নভাবে অপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি। আমি আপনাদের অনুরোধ করবো, আগে যেভাবে ভূমিকা পালন করেছেন, সেভাবে করবেন। এতে করে জনগণ সত্য সংবাদটি পাবে। সামনে দুর্গাপূজা উপলক্ষে আবারো গুজব ছড়াতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
বোয়ালখালীতে সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9