৫০ হাজার টাকার বান্ডিল পাওয়া গেল রাস্তায়, ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন পুলিশ কর্মকর্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
রাজধানীর মালিবাগে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়েছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর স্যানিটারি দোকানের সামনে ডিউটিরত অবস্থায় একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন এসআই আশিকুর রহমান। তিনি তৎক্ষণাৎ পথচারীদের উপস্থিতিতে বান্ডিলটি উদ্ধার করেন এবং গুনে দেখেন সেখানে মোট ৫০ হাজার ৪১০ টাকা রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দোকানি ও পথচারীদের অবহিত করার পাশাপাশি তিনি তালিকা তৈরি করে টাকা জব্দ করেন এবং মালিকের অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি থানায় এসে জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কর্মস্থলে (হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) যাওয়ার পথে তিনি টাকাগুলো হারিয়ে ফেলেন।
তালেবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে কাউসার আহম্মেদ টাকার পরিমাণ ও বান্ডিলের গঠনসহ বিস্তারিত সঠিকভাবে জানাতে পারেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এবং হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএমের উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্তিস্বীকারপত্রের মাধ্যমে টাকাগুলো তার হাতে তুলে দেন এসআই আশিকুর রহমান।
এ সময় উপস্থিত সাধারণ মানুষ এসআই আশিকুর রহমানের সততা ও পেশাদারিত্বে মুগ্ধ হন।