নুরের ওপর হামলা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

৩০ আগস্ট ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ PM
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © সংগৃহীত

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলাকে ‘বিচ্ছিন্ন নয়, বরং গভীর ষড়যন্ত্রের অংশ” হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। জাতীয় পার্টি ১৯৮২–১৯৯০ সালের সময় মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এবং জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সাম্প্রতিক ঘটনার মাধ্যমে সেই পুরোনো ইতিহাস আবারও উন্মোচিত হয়েছে।’

তিনি আরও বলেন, গণতন্ত্রের নামে সহিংসতা ও ষড়যন্ত্রে লিপ্তদের কার্যকলাপ জনগণ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। হামলার পেছনে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। পরে সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন।

আরও পড়ুন: মনোনয়ন শেষ হতে একদিন, কেমন এগোচ্ছে নির্বাচনী প্রস্তুতি ?

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন আহমেদ, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, কেসি কলেজের অধ্যক্ষ, মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা প্রশাসক, অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপি সভাপতি, অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা জামায়াতের আমির এবং সাখাওয়াত হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নুরুল হক নুরের ওপর হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়; বরং দেশের গণতান্ত্রিক পরিবেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি পরিকল্পিত প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতৃত্ব দিয়ে আসা নুর কিছু মহলের অস্বস্তির কারণ হওয়ায় হামলার পেছনে একটি সুগভীর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9