বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের সংখ্যা জানাল আইএসপিআর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১০:৪৬ AM
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছেন অন্তত ৫১ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ রাজধানীর অন্তত সাতটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে—যেখানে ৪১ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন মারা গেছেন।
সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেলে ১ জন, ঢাকা মেডিকেল কলেজে ১ জন এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে একজন মারা গেছেন।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালেও একজন মারা গেছেন, তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল ও মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা চলছে। আহতদের অনেকে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা।