রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে রাজনৈতিক দলগুলো একমত, হয়নি সিদ্ধান্ত

অধ্যাপক আলী রীয়াজ
অধ্যাপক আলী রীয়াজ  © সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কেমন হবে তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ না হলেও, বর্তমান বিধান পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আজকের আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে— সব রাজনৈতিক দল মনে করে এর সঙ্গে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ জড়িত। রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবেন, তার সঙ্গে উচ্চকক্ষ কেমন হবে, সেই বিষয়েও আলোচনা হয়েছে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান রয়েছে, সেটি পরিবর্তনের বিষয়ে সব দল একমত হয়েছে। তবে পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা ও সংস্কারের বিষয়গুলো ভবিষ্যতে আলোচনা করে নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আলোচনায় বিভিন্ন দলের ভিন্ন মত থাকলেও এটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে হয়েছে। সবাই গঠনমূলকভাবে মতামত দিচ্ছেন। আজকের আলোচনায় আমরা সবাই একমত হয়েছি যে বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন হওয়া জরুরি।’

আরও পড়ুন: এবার বিশেষ কাগজে বই ছাপাবে এনসিটিবি, খরচ কমছে ৫০০ কোটি

প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একই ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারেন— এমন প্রস্তাব উঠেছে। কিছু রাজনৈতিক দল এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, তা বিবেচনার কথাও বলেছে। এছাড়া আরও কিছু প্রস্তাব এসেছে। এগুলো নিয়েও আলোচনা অব্যাহত থাকবে।’

আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় আবার আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘এই সপ্তাহে যেসব বিষয় অমীমাংসিত রয়ে গেছে, সেগুলো আমরা প্রাথমিকভাবে আলোচনা করব।’

দ্বিকক্ষ আইনসভা গঠনের বিষয়ে ঐকমত্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে আলী রীয়াজ জানান, ‘অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষ সংসদের বিষয়ে একমত হয়েছে। এমনকি এটি ১০০ সদস্যবিশিষ্ট হওয়া উচিত বলেও মত এসেছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়টির সঙ্গে আরও কিছু সংশ্লিষ্ট দিক রয়েছে, যেগুলোতে ঐকমত্য হলে বিস্তারিত জানানো হবে।’

সব বিষয়ে ঐকমত্য না হলে সেগুলোর ভবিষ্যৎ কী হবে— জানতে চাইলে তিনি বলেন, “আমরা আশাবাদী, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারব। তবে সব বিষয়ে যে একমত হব, তা নয়। যেগুলোতে মতভেদ থাকবে, সেগুলোও আমরা ইতিবাচকভাবে তুলে ধরব। আশা করি, গুরত্বপূর্ণ বিষয়ে সবাই একমত হতে পারব।”


সর্বশেষ সংবাদ