তারেক রহমান চাইলে দেশে ফিরতে পারেন : স্বরাষ্ট্র উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুন ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৮:১৩ AM
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। উনি বাংলাদেশের মানুষ, যেকোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। উনি দেশে ফেরার যখন সময় মনে করবেন, তখনই দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। কোনো রিপোর্টে আমরা যেটা বলি, সেটা পুরোটা দেবেন। রিপোর্ট দেওয়ার সময় খণ্ডিত রিপোর্ট দেবেন না। পার্শ্ববর্তী দেশ এই রিপোর্টগুলো তাদের স্বার্থে ব্যবহার করে। এটার ওপর তারা একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এ জন্য আপনাদের অনুরোধ, দিলে রিপোর্টটা সম্পূর্ণ দেবেন। আমি যেই কথাটা বলি, সেটা সম্পন্নটা দেবেন।
আরও পড়ুন : যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ, জানাল ডিএমপি
এরপর তিনি সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দেবেন না তো? উত্তরে সব সাংবাদিক খণ্ডিত রিপোর্ট দেবেন না বলে প্রতিশ্রুতি দেন।
সীমান্তে পুশ-ইন করা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশ-ইন করা হচ্ছে, তারা প্রপার চ্যানেলে আসছে না, অমানবিকভাবে তাদের বাংলাদেশের ঢোকানো হচ্ছে। আমাদের বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদের আমরা অবশ্যই ফেরত নেব। এ জন্য তাদের প্রপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় পুশ-ইন করে, যা অমানবিক। বিষয়টি আমরা হাইকমিশনারকে জানিয়েছি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।