টাকা নিলে মানুষে মন্দ কইবে— স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু

০৪ জুন ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ০৮ জুন ২০২৫, ০৮:১৭ PM
টাকা নিলে মানুষে মন্দ কইবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু

টাকা নিলে মানুষে মন্দ কইবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু © টিডিসি

ঈদযাত্রা দেখতে বুধবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা  লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। যাত্রীদের খোঁজখবর নেন, তাদের টিকিট পাওয়া ও যাত্রার অভিজ্ঞতা জানেন। তবে স্টেশন ত্যাগের সময় রামিন নামের এক পথশিশু তাকে সালাম দিলে তিনি গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে যান। এ সময় ওই পথশিশু স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে। কিশোরটিকে কিছু টাকা দিতে চাইলে রামিন বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে। 

তার অকপট বক্তব্য ছিল— "স্যার টাকা লাগবে না। এরা দেশ চালাইতেছে, আমি টাকা নিলে মানুষে মন্দ কইবে। দোয়া দিলেই চলবে।"

এই সরল অথচ গভীর কথাগুলো শুধু উপস্থিত সবাইকে নয়, পরে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অসংখ্য মানুষকে আবেগাপ্লুত করে তোলে। নিজের পরিচয়ে কিশোর জানায়, তার বাড়ি নেত্রকোনার জাহেরপুরে। সে জানায়, এখন কিছু দরকার নেই, সকালে খেয়েছে এবং বাড়ি ফিরবে। আবারও জিজ্ঞেস করা হলে সে স্পষ্টভাবে বলে—

"টাকা নিলে গুনাহ হইব। দোয়া দিলে হইব।"

কমলাপুর পরিদর্শন শেষে উপদেষ্টা মহাখালী বাস টার্মিনালে যান, সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও অভিজ্ঞতা খোঁজখবর নেন ।

স্কুল মানে বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক: সালাউদ্দিন আহম…
  • ০৩ জানুয়ারি ২০২৬
পিঠে সুড়সুড়ি দিলেই ঘণ্টায় মিলবে ১২ হাজার টাকা!
  • ০৩ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৩১ জানুয়ারি পর্যন্ত
  • ০৩ জানুয়ারি ২০২৬
পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার
  • ০৩ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 
  • ০৩ জানুয়ারি ২০২৬
মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন: রি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!