অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে সফরসঙ্গীরাও রয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।
এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টার আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।