আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হবে: আইএসপিআর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০২:২৪ PM
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করছে সরকার। আগামী বৃহস্পতিবার (২৯ মে) এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেবেন।
মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উদ্যাপন উপলক্ষে ২৯ মে সকাল ৬টা ১৫ মিনিটে ‘শান্তিরক্ষী দৌড়/র্যালি-২০২৫’ অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হবে।