ভারত-পাকিস্তান সংঘাত
সীমান্তবর্তী জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশে যেন কোনোভাবে না পড়ে, সে লক্ষ্যে সীমান্তঘেঁষা জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।
আজ বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ–২০২৪’-এর চূড়ান্ত পর্ব শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের সংঘাতের সুযোগ নিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যাতে দেশে অনুপ্রবেশ করতে না পারে, কিংবা দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।’
আরো পড়ুন: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যু
এ সময় বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশন (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।