পাকিস্তানে নিহত বেড়ে ২৬, পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাকে ভারত ‘পহেলগাম, মুম্বাই হামলার জবাব’ বলে বর্ণনা করছে।
পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে, পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তবে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর দাবি, কোনও ভারতীয় যুদ্ধবিমানকে পাক আকাশসীমা লঙ্ঘন করতে দেননি তারা।
তার দাবি, ভারতের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে। সেখানে ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’টি তিন বছরের শিশু, সাত জন নারী ও চার জন পুরুষ। এ ছাড়া ৩৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী।