সৌদি আরব পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী

হজযাত্রী
হজযাত্রী  © সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশি হজযাত্রীদের একটি বিশাল বহর। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন মোট ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন, এবং হজ সম্পর্কিত আইটি হেল্প ডেস্কের দেওয়া বুলেটিন অনুযায়ী, ২ মে রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন ৪৩টি ভিন্ন ভিন্ন ফ্লাইটে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৩ হাজার ১৩০ জন। হজ উপলক্ষে এ পর্যন্ত ৭২ হাজার ৯৫২টি ভিসা ইস্যু করা হয়েছে।

পর্যবেক্ষণে জানা গেছে, এই ৪৩টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (১৮টি), সৌদি এয়ারলাইন্স (১৩টি) এবং ফ্লাইনাস এয়ারলাইন্স (১২টি)।

এবারের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল, যেদিন প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাচ্ছেন—এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে। সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইটটি ঢাকায় ফিরবে ১০ জুলাই। এবার হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি অনুমোদিত হজ এজেন্সি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence