নর্থ সাউথের মাস্টার্স ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহমুদ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহমুদ  © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত এই প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘পরীক্ষায় আসিফ মাহমুদ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। পরে আমরা নিশ্চিত হই, তিনি সরকারের একজন উপদেষ্টা।’

ভর্তি পরীক্ষার ফলাফল এক থেকে দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানান অধ্যাপক আমিনুল। উত্তীর্ণ শিক্ষার্থীরাই প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন।

এদিকে, দুপুরের পর থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি বিভিন্ন মহলে প্রশংসার জন্ম দেয়।

উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ইএমপিজি একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। এটি মূলত নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য ডিজাইন করা হয়েছে।

এই প্রোগ্রামে পাবলিক পলিসি অ্যানালাইসিস, শাসন ব্যবস্থা, অর্থনীতি, গবেষণা পদ্ধতি, জনপ্রশাসন ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়। এর লক্ষ্য হলো ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গড়ে তোলা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence