দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোন পত্রিকা কী বলে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই।’

থানা পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল তাদের সাথে দেখা করে ঈদ শুভেচ্ছা জানানো এবং তাদের খোঁজখবর নেওয়া।’  

স্বরাষ্ট্র আরও উপদেষ্টা বলেন, ‘এজহারে অনেকের নাম আছে যারা হত্যায় জড়িত না, এমন অনেকেই আছে সে সময় বিদেশে ছিল। তবে আমরা যথাযথ তদন্ত করছি। নিরীহ কারও কোনো সাজা হবে না। তবে দুষ্কৃতকারীরা ছাড় পাবে না।’


সর্বশেষ সংবাদ