৪ দিনের সফরে চীন যাচ্ছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।

প্রেস সচিব বলেন, ‘চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।’
 
এ ছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। আসন্ন এ সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রেস সচিব।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে না। এটা পুরোটাই হবে নিজস্ব প্রক্রিয়ায়। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের সবাই আমাদের সমর্থন দেওয়ার কথা বলছেন। তবে এ সমর্থন আমরা নেবো কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।’
 
তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে সিপিডির এই বক্তব্যের সঙ্গে আমরা একমত না। আমরা মনে করি, এতে আমাদের সুযোগ বাড়বে। চাঁদাবাজি, কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্মিলিত চেষ্টায় দ্রব্যমূল্য সহনীয় রাখা গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence