ইফতার অনুষ্ঠানে পদদলিত হয়ে রোহিঙ্গার মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস  © টিডিসি সম্পাদিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় শোক জানিয়েছেণ তিনি। 

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ হাজারো রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে কমিউনিটির একজন সদস্য যখন নিহত হন, যিনি এই জমায়েতে যোগ দিতে এসেছিলেন।

বার্তায় আরও বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছিল। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’

রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে ৪৩ বছর বয়সী নিয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হলে তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

প্রসঙ্গত, শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গা অনুষ্ঠানে যোগ দেন এবং ইফতার করেন বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence