রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জাতিসংঘ মহাসচিব
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৩:৩৮ PM

বাংলাদেশ সফরে এসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ক্যাম্পে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে জাতিসংঘ মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান।
বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান জাতিসংঘ মহাসচিব। দুপুর ২টায় তিনি ইউনিসেফ পরিচালিত ফেন্সি লার্নিং সেন্টারে গিয়ে সেখানে অধ্যয়নরত রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং জাতিসংঘের শিক্ষা কার্যক্রম সম্পর্কে মতামত নেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্রও ঘুরে দেখেন। পরে এক লাখের বেশি রোহিঙ্গার অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।