প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন এখানে

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM
প্রশ্ন সমাধান

প্রশ্ন সমাধান © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) শেষ হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।

জানা গেছে, ৯০ মিনিটের এমসিকিউ টাইপ পরীক্ষার পূর্ণমান ৯০ নম্বর। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিনিধি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রশ্ন সমাধান দেখুন নিচে...

১. নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
উত্তর: √০.৩

২. বাংলা বর্ণমালায় অর্থ মাত্রার বর্ণ কয়টি?
উত্তর: ৮টি

৩. সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: পর্তুগিজ

৪. ‘কুল কাঠের আগুন’ এর প্রকৃত অর্থ কী?
উত্তর: তীব্রজ্বালা

৫. Find out the correct sentence.
উত্তর: Knowing little algebra, I found it difficult to solve the problem

৬. Bank close at 4 pm.......? Make a tag question?
উত্তর: don't they

৭. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: নালন্দা

৮. f(x) = x³-2x+10 হলে f(0) কাত?
উত্তর: 10

৯. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
উত্তর: কর্মধারয় সমাস

১০. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে?
উত্তর: মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

১১. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
উত্তর: শৈবলিনী, তরঙ্গিনী, সরিং

১২. UNFCCC এর পূর্ণরূপ কী?
উত্তর: United Nations Framework Convention on Climate Change

১৩. Fill in the blank with right option- ‌‘I am looking forward.....you.’
উত্তর: to seeing

১৪. ১-০,০৯৯৯ =?
উত্তর: ০.৯০০১

১৫. বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক।
উত্তর: বক ধার্মিক, বিড়াল তপস্বী

১৬. ‘সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই’-এই পদ্ধক্তিটির রচয়িতা কে?
উত্তর: চন্ডীদাস

১৭. ‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে' এখানে 'পাঠে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরণে সপ্তমী

১৮. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর: ক. কুদরত-ই-খুদা কমিশন

১৯. কোন বানানটি শুদ্ধ?
উত্তর: নিরীক্ষণ

২০. সহপাঠির অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ?
উত্তর: আবেগগত

২১. 'অরণ্যে রোদন' বাগধারার ইংরেজি অনুবাদ করুন-
উত্তর: Cry in the wilderness.

২২. 'To beat about the bush' means-
উত্তর: to delay the matter

২৩. Which period is known as the 'golden age'
উত্তর: the Elizabethan age

২৪. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?
উত্তর: ৯

২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোতা কাহিনী' গল্পে তোতা কীসের প্রতীক?
উত্তর: শিশুর

২৬. উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: উৎ+লাস

২৭. Which one is wrong spelling ?
উত্তর: Prosparity

২৮. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তর: শব্দ

২৯. Who wrote the novel. "the god of small things"
উত্তর: Arundhuti Ray

৩০. “হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে কড়িল বারি',-এখানে কী ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে?
উত্তর: অসংগতি

৩১. গ.সা.গু নির্ণয় করুন- 4a²–1, 2a²+a-1
উত্তর: 2a-1

৩২. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ৩০° কোণে মাটি স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল?
উত্তর: ৬ ফুট

৩৩. ‘জোছনা' কোন শ্রেণির শব্দ?
উত্তর: অর্ধতৎসম

৩৪. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
উত্তর: ১০ ডিসেম্বর

৩৫. Salt of life stands for-
উত্তর: Valuable things.

৩৬. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
উত্তর: ৩৬০°

৩৭. Ayesha is a good girl বাক্যে girl শব্দটি-
উত্তর: common noun

৩৮. "To err is human forgive divine" is a line of a poem by-
উত্তর: Pope

৩৯. কোনটি নঞ তৎপুরুষ নয়?
উত্তর: অপরাহ্ন

৪০. ARRANGE শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, যাতে R দুইটি পাশাপাশি থাকবে না।
উত্তর: ৯০০

৪১. a²b³/c²d কে a³b²/cd³ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর: bd²/ac

৪২. বাংলায় অনুবাদ করুন: I am sick of him
উত্তর: তাকে আমার অসহ্য লাগে

৪৩. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই- পঙ্ক্তিটি কার রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪. ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন-
উত্তর: মারিয়া কোরিনা মাচাদো

৪৫. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
উত্তর: বিয়ে পাগলা বুড়ো

৪৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
উত্তর: ১৯৯৯

৪৭. বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে?
উত্তর: নাইট্রোজেন

৪৮. ৫/৬ এর ৬/৭÷১ এর ৩/৭-এর সাথে কত যোগ করলে যোগফল ১ হবে?
উত্তর: ১/২

৪৯. প্রত্যেক ভাষার ০৩টি মৌলিক অংশ হলো-
উত্তর: ধ্বনি, শব্দ, বাক্য

৫০. ‘Syntax' means-
উত্তর. Sentence building

৫১. Ami said, “I shall go to school,” change the sentence to indirect speech-
উত্তর: Amin said that he would go to school

৫২. “Out and Out" means-
উত্তর: Thoroughly

৫৩. ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?
উত্তর: ৪০%

৫৪. একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ঐ স্কুলের কত শতাংশ ছাত্র ০৩টি খেলাই পছন্দ করে?
উত্তর: ২৫%

৫৫. একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কী?
উত্তর: বাংলা ও গণিতের স্বাক্ষরতা

৫৬. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। ০৭ বছর আগে তাদের অনুপাত ছিল ৬ঃ১। ০৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
উত্তর: ৩ঃ১

৫৭. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
উত্তর: উইকিপিডিয়া

৫৮. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত?
উত্তর: মাত্রাবৃত্ত ছন্দ

৫৯. Profession of teaching-
উত্তর: Pedagogy

৬০. টাকায় ১০টি ও টাকায় ১৫টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকা ১২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর: লাভ বা ক্ষতি কিছুই হবে না

৬১. The correct passive form of “you must shut these doors” is-
উত্তর: These doors must be shut

৬২. Never tell a lie. - What is the passive form?
উত্তর: Let a lie never be toldv

৬৩. Which sentence is correct?
উত্তর: All of them

৬৪. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
উত্তর: কর্কট ক্রান্তি রেখা

৬৫. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান

৬৬. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
উত্তর:  প্রাকৃতিক গ্যাস

৬৭. (০.০০৪)²=?
উত্তর: ০.০০০১৬

৬৮. শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি?
উত্তর: পাঠ পরিকল্পনা

৬৯. ‘অধ্যায়ন’ শব্দের বিশেষণ কী?
উত্তর: অধীত

৭০. কোন শব্দে ‘সম্যক' অর্থে ‘পরা' উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
উত্তর: পরামর্শ

৭১. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কোন সালে?
উত্তর: ১৯৯০

৭২. কোন পদটি সাংবিধানিক পদ নয়?
উত্তর: চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন

৭৩. The most famous poet English literature is-
উত্তর: William Wordsworth

৭৪. Neither the moon nor the stars.....visible last night. The verb to fill in the gap should be.
উত্তর: were

৭৫. The writer was popular.....young readers (Fill in the blank).
উত্তর: with

৭৬. শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ?
উত্তর: বন্ধুদের সাথে খেলাধুলা

৭৭. বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
উত্তর: ২০০০

৭৮. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে “সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা” উল্লেখ করা হয়েছে-
উত্তর: ১৭ অনুচ্ছেদ

৭৯. ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে?
উত্তর: ৫৩৪৪৪

৮০. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো-
উত্তর: অনানুষ্ঠানিক শিক্ষা

৮১. Who, Which, What are-
উত্তর: Relative pronoun

৮২. একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি/হ্রাস পাবে?
উত্তর: ৮% বৃদ্ধি

৮৩. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
উত্তর: ১১/১৪

৮৪. ‘ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
উত্তর: আইএমএফ

৮৫. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
উত্তর: কবিরাজ

৮৬. Find the appropriate meaning (synonym) of truce-
উত্তর: ceasefire

৮৭. Identity the imperative sentence.
উত্তর: Stand up

৮৮. বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি?
উত্তর: জ্ + ঞ

৮৯. দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ এবং গ.সা.গু. ০৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?
উত্তর: ১৮

৯০. a-b+b (a-b)/a-b=কত?
উত্তর: 1+b

নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৫ বিদ্রোহী নেতা
  • ১১ জানুয়ারি ২০২৬
১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে শিবিরের বিবৃতি
  • ১১ জানুয়ারি ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9