নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে বড় নিয়োগ, পদ ১৩৭, আবেদন অনলাইনে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ AM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ১২ পদে ১৩৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চুক্তি নবায়নেরও সুযোগ রয়েছে। আবেদন ৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো);
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং/প্রকিউরমেন্ট/কমার্শিয়াল অপারেশন/কাস্টমার সার্ভিস);
পদসংখ্যা: ২০টি;
বেতন স্কেল: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর);
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, পদ ১৮৮, আবেদন শুরু ১০ ডিসেম্বর
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাডমিন ও এইচআরডি/পিআর/কোম্পানি সেক্রেটারিয়েট);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর);
৩. পদের নাম: প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭);
প্রার্থীর বয়স: ৪৫ বছরের মধ্যে হতে হবে;
৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স/অডিট/রেভিনিউ অ্যাশিওরেন্স);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৫১,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৭);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর);
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৪৫, আবেদন শুরু ১০ ডিসেম্বর
৫. পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অ্যাডমিন ও এইচআরডি/কোম্পানি সেক্রেটারিয়েট);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৩৯,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৮);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর);
৬. পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল ও করপোরেট অ্যাফেয়ার্স);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৩৯,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৮);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর);
৭. পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স/অডিট/রেভিনিউ অ্যাশিওরেন্স);
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ৩৯,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-৮);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (নেসকো কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর);
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই
৮. পদের নাম: সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (এ);
পদসংখ্যা: ৪০টি;
বেতন স্কেল: ২৩,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৩);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;
৯. পদের নাম: টেকনিশিয়ান (জোনাল রিপেয়ারিং শপ);
পদসংখ্যা: ১৩টি;
বেতন স্কেল: ২৩,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৩);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই
১০. পদের নাম: স্টোর কিপার (এ);
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ১৮,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৪);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;
১১. পদের নাম: হেলপার;
পদসংখ্যা: ২৬টি;
বেতন স্কেল: ১৭,০০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৫);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;
১২. পদের নাম: স্টোর হেলপার;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১৫,৫০০ টাকা (নেসকো পে-গ্রেড-১৬);
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: সরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১, আবেদন এইচএসসি পাসেও
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ থকে ৭ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ৫০০ টাকা অনলাইনে আবেদনের অনধিক ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট