এসএসসি পাসেই সিপাহি নিয়োগ দেবে আনসার-ভিডিপি, আবেদন করুন দ্রুতই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিষ্ঠানটি ‘সিপাহি’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি);
বিভাগের নাম: আনসার ব্যাটালিয়নসমূহ, ২৭তম ব্যাচ (পুরুষ);
পদের নাম: সিপাহি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন করুন দ্রুতই
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-২২ বছর (২০ আগস্ট ২০২৫ তারিখে)। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*উচ্চতা (সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থী): ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৫ ফুট ৪ ইঞ্চি;
*ওজন (সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থী): ৪৯.৮৯৫ কেজি; ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৪৭.১৭৩ কেজি;
*বুকের মাপ (সাধারণ ও অন্যান্য প্রার্থী): ৩২-৩৪ ইঞ্চি; ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৩০-৩২ ইঞ্চি;
*দৃষ্টিশক্তি: ৬/৬;
*বৈবাহিক অবস্থা: অবিবাহিত;
আরও পড়ুন: অফিসার ক্যাডেট নেবে বাংলাদেশ বিমানবাহিনী, আবেদন অনলাইনে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
/Ans.jpg)
সূত্র: আনসার-ভিডিপির অফিশিয়াল ওয়েবসাইট