মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৯:০৫ PM

মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইনটেন্যান্স) এবং এয়ারক্রাফট মেকানিক (শপ) পদের মৌখিক পরীক্ষা গ্রহণে এই সূচি প্রকাশ করেছে। ২৭ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইনটেন্যান্স) পদের মৌখিক পরীক্ষা আগামী ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া এয়ারক্রাফট মেকানিক (শপ) পদের মৌখিক পরীক্ষা ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুমে (চতুর্থ তলায়) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭
মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে যেসব কাগজপত্র—
*লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি (২ কপি);
*পাসপোর্ট সাইজের সত্যায়িত ৪ কপি ছবি;
*জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের (নিবন্ধন) মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি;
*মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি;
*শিক্ষাগত যোগ্যতার সব সনদ, মার্কশিটের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি এবং
*ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস/অ্যাভিওনিকস/অ্যারোনটিক্যাল/এয়ারক্রাফট মেইনটেন্যান্স) ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিটের এক সেট সত্যায়িত ফটোকপি (এয়ারক্রাফট মেকানিক (শপ) পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য);
*কম্পিউটার জ্ঞান ও দক্ষতাসংক্রান্ত সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি ও
*মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের বীর মুক্তিযোদ্ধার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি (সনদ, গেজেট, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এমআইএস/অনলাইন কপি) এবং বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশান সনদ;
মৌখিক পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন।