অবসরে মেসির সঙ্গী হতে চান সুয়ারেজ

২০ আগস্ট ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ

লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ © সংগৃহীত

লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের বন্ধুত্ব যেন ফুটবলের সীমানার বাইরে গড়ে ওঠা এক অনন্য গল্প। বার্সেলোনার সবুজ মাঠে একসঙ্গে খেলার মুহূর্তগুলো তাদের বন্ধুত্বের বীজ রোপণ করেছিল। মাঠে এক অপরাজেয় আক্রমণযুগল ছিলেন, আর মাঠের বাইরে—একে অপরের পরম বন্ধু।

তাদের অবিচ্ছেদ্য বন্ধুত্বে সময়ের পরিক্রমায় পরিবার–সন্তানেরাও জড়িয়ে যায়। অনুশীলনে খুনসুটি, অবসরে আড্ডাবাজি কিংবা পরিবারের সদস্যদের নিয়ে একই জায়গায় সময় কাটানো—সবকিছুতেই পাশাপাশি তারা। অবশ্য আর্জেন্টাইন মহাতারকা বার্সেলোনা ছেড়ে যাওয়ার পরও তাদের সম্পর্কে দূরত্ব বাড়েনি, বরং কালের বিবর্তনে তা আরও পরিণত হয়েছে। এবার তো একই সঙ্গে অবসরের কথাও ভাবছেন তারা।

বার্সায় লম্বা সময় কাটিয়ে ফের একসঙ্গে ফুটবল শৈলীতে ভক্তদের মন্ত্রমুগ্ধ করার অপেক্ষায় ছিলেন তারা। ইন্টার মায়ামিতে মেসি-সুয়ারেজ জুটি বাঁধার পর সেই প্রত্যাশাও বাস্তবে রূপ নেয়। নতুন দেশ, নতুন ক্লাব—প্রত্যাবর্তনের পর পুরোনো বন্ধুত্ব যেন নতুন কাব্যিক উপাখ্যানে আলোক বার্তা দেয়। সাম্প্রতিক সময়ে ফুটবলে তাদের বিচরণ যেমনই হোক না কেন, তাদের বন্ধুত্ব এখন যেন আরও গভীর। 

ভক্তদের কাছে এটি বন্ধুত্বের দুর্দান্ত এক গল্পও বটে। তাদের প্রণয় প্রহেলিকায় ভিন্নমাত্রা যোগ করতেই মেসির সঙ্গে অবসরের কথা ভাবছেন লুইস সুয়ারেজ। সম্প্রতি মায়ামির এই ফরোয়ার্ড জানিয়েছেন, মেসির সঙ্গেই ক্যারিয়ার শেষ করতে চান। তিনি এ-ও বলেছেন, অবশ্য ভবিষ্যৎ সিদ্ধান্ত একে অপরের ওপর নির্ভর করছে না।

সুয়ারেজ বলেছেন, ‘আমরা দুজনই এখন যথেষ্ট বয়সে পৌঁছে গেছি। প্রত্যেকে নিজের ভালোটা ভেবে সিদ্ধান্ত নেবে। আমি অবশ্যই মেসির সঙ্গে অবসর নিতে চাই। কারণ, আমরা বহু বছর ধরে এ নিয়ে কথা বলছি। সেটা হতে পারে, আবার না–ও হতে পারে। সবকিছু নির্ভর করবে আমাদের চুক্তি নবায়নের ওপর।’

এদিকে চলতি বছরের ডিসেম্বরেই মায়ামির সঙ্গে মেসি ও সুয়ারেজের চুক্তি শেষ হবে। যদিও মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে সুয়ারেজের বিষয়টি এখনও স্পষ্ট নয়। অবশ্য বর্তমান নিয়েই ভাবছেন এই তারকা।

সুয়ারেজ বলেন, এখন তিনি ভবিষ্যৎ নয়, বর্তমানেই মনোযোগ দিতে চান, ‘আমি সুখী ও ভালো আছি। শারীরিকভাবেও ফিট বোধ করছি এবং দলের জন্য অবদান রাখতে পারছি। যদি ক্লাব চায়, তাহলে কোনো সমস্যা হবে না। গুরুত্বপূর্ণ হলো মায়ামি যেন আরও বড় ক্লাব হয়ে ওঠে। ভালো খেলোয়াড়েরা যেন এখানে আসে এবং লিগও যেন বেড়ে ওঠে।’

তিনি যোগ করেন, ‘ফুটবলে কখনো পরিকল্পনা ঠিকমতো কাজে দেয়, কখনো দেয় না। তাই এখন যা করছি, সেটাতেই মনোযোগ দেওয়া উচিত। মৌসুম শেষে দেখা যাবে কী হয়।’

এদিকে সামনে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেসের মুখোমুখি হবে মায়ামি। কিন্তু এই ম্যাচের আগে পুরোপুরি ফিট নন মেসি, তবুও তাকে বাদ দেননি কোচ হাভিয়ের মাচেরানো। চোট কাটিয়ে মাঠে নেমে এলএ গ্যালাক্সির বিপক্ষে গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন মেসি, কিন্তু পুরোপুরি স্বস্তিতে খেলতে পারেননি বিশ্বকাপজয়ী এই সুপারস্টার।

প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9