ফিফায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অভিযোগ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৭:২৭ PM
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে গেল মৌসুমে লিগ শিরোপা হারিয়ে ফেলেছে তারা। অবশ্য কেবল মাঠেই না, মাঠের বাইরেও দুঃসময় পার করছে ক্লাবটি। এবার প্রতিশ্রুতিবদ্ধ অর্থ না পাওয়ার অভিযোগে ফিফায় অভিযোগ দায়ের করেছেন ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন।
বর্তমানে ওমানে আছেন কিংসের সাবেক ফরাসি ট্রেইনার খলিল। সেখান থেকেই দেশের একটি গণমাধ্যমে তিনি বললেন, ‘গত পরশু ফিফায় অভিযোগ করেছি। অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এমন চিঠিও দিয়েছে তারা।’
পাওনা সম্পর্কে খলিল বলেছেন, ‘বসুন্ধরা কিংসের কাছে মার্চ-মে মাসের বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতের (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি, তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে, আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’
২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস। টানা পাঁচ আসরে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়া এএফসি’র আসরগুলোতে ভেন্যু, সময় নিয়ে কড়া চিঠি দিয়েছে তারা। এএফসি কাপে সূচি পরিবর্তনের জন্য এএফসি থেকে ক্ষতিপূরণও আদায় করে নেয় কিংস। অথচ সেই ক্লাবকেই কি না, এবার কাটগড়ায় দাঁড় করাচ্ছেন বিদেশি ট্রেইনার-কোচ। অবশ্য ৫ আগস্ট পরবর্তী সময়ে বেশ আর্থিক চাপে রয়েছে কিংস।
এদিকে অভিযোগ প্রসঙ্গে ক্লাবটির ম্যানেজার ওয়াসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।