এশিয়া কাপে চোখ বাংলাদেশের

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এরই মধ্যে জোড়া ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। হোম-অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আগামী বছরের মার্চ পর্যন্ত এই বাছাই প্রক্রিয়া চলবে। অন্যদিকে কেন্দ্রীয় একটি ভেন্যুতেই এশিয়ান কাপ বাছাই খেলবে ঋতুপর্ণা-আফিদারা। মিয়ানমারে ৪ দলের মধ্যে গ্রুপসেরা দলটি আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়া কাপে সুযোগ পাবে।

টানা দু’বারের দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়ন বাঘিনীরা। ফলে, এবারের লক্ষ্যও এশিয়ার সর্বোচ্চ পর্যায় মাতানোর। অধিনায়ক আফিদা খন্দকারের ভাষ্যমতে,‌ ‘আমরা জর্ডানে দুটি ম্যাচ খেলেছি। ভালো প্রস্তুতি হয়েছে। এশিয়া কাপে খেলার আশা রাখি।’ 

এদিকে অধিনায়ক আশার বুলি শোনালেও বাস্তবতার প্রেক্ষাপটেই মন্তব্য করেছেন কোচ পিটার বাটলার। তার মতে, ‘মিয়ানমার স্বাগতিক ও কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য কাজটা চ্যালেঞ্জিং। আমরা বাহরাইন ও তুর্কমেনিস্তান দুই দলকে হারিয়ে এগিয়ে থাকতে চাই।’

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মিয়ানমারের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয়। সেই ব্রত নিয়েই আজ (২৪ জুন) মধ্যরাতে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশের মেয়েরা। তবে জর্ডান সফরের মত এবার সাবিনা খাতুন ও মাসুরা পারভীনকে ডাকেননি বাংলাদেশ কোচ। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে নানা প্রশ্নের একেবারে শেষদিকে সাবিনাদের প্রসঙ্গ উঠেছিল। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অধিনায়ক আফিদা খন্দকার। 

অবশ্য পাশ থেকে আফিদাকে ধন্যবাদ দিয়ে বেশ সুন্দর উত্তর বলেন বাটলার। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের এই প্রশ্নটি আমাকে করা উচিত ছিল, অধিনায়ককে নয়। আপনারা সব সময় পোক (অন্য কিছু ইঙ্গিত বা আঙুল তোলা) করতে পছন্দ করেন।’ 

সবশেষ দল থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই গোলরক্ষক মেঘলা রানী, ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি বাদ পড়েছেন। তাদের জায়গায় দুই গোলরক্ষণ স্বর্ণা রানী, মিলি আক্তার ও রক্ষণভাগের নিলুফা ইয়াসমিন ফিরেছেন।

আগামী ২৯ জুন বাহরাইন, ২ জুলাই স্বাগতিক মিয়ানমার ও ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইয়াঙ্গুনে খেলা আয়োজন করেছে মিয়ানমার। অবশ্য ম্যাচের সম্প্রচার বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের স্কোয়াড

‎গোলরক্ষক: মিলি আক্তার, ‎রুপনা চাকমা, স্বর্ণা রানী
ডিফেন্ডার: ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন  
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার
‎ফরোয়ার্ড: ‎ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, নবীরণ খাতুন, উমেলা মারমা, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা


সর্বশেষ সংবাদ