গণিত পরীক্ষা ভালো হয়নি, তাই কেন্দ্র ভাঙচুর

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষাকেন্দ্র
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষাকেন্দ্র  © সংগৃহীত

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে এই ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর খবর পেয়ে পরীক্ষার্থীরা দ্রুত সটকে পড়েন। কেউ আটক বা আহত নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের উল হক জানান, এসএসসি পরীক্ষার পর হঠাৎ করে শুনি আমাদের স্কুলের দোতলা ভবনে ব্যাপক ভাঙচুর হচ্ছে। সাথে সাথে দৌড়ে গিয়ে দেখি পরীক্ষার্থীরা নেমে যাচ্ছে। পরে দেখি আমার বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। বিষয়টি আমি রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট জানিয়েছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কবির হোসেন বলেন, আজ ছিল গণিত পরীক্ষা। পরীক্ষার শুরু থেকে কেন্দ্রে প্রশাসনের লোকজনের সক্রিয় উপস্থিতি ছিল। খাতা জমা নেওয়ার সাথে সাথে পরীক্ষা খারাপ হয়েছে অযুহাতে প্রাইমারি স্কুল ভেন্যু কেন্দ্রে কিছু ভাঙচুর ও হট্টোগোল করে পরীক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসারসহ সমন্বয় করে অভিভাবকদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence