এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়াবেন না: সচিব

১৮ আগস্ট ২০২০, ০৭:৫১ AM

© ফাইল ফটো

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্ত হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না, তা ২৫ আগস্টের পর জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বলেন, ‘আমরা যখনই পরীক্ষা নেব, তা গোপন কোনো সিদ্ধান্ত নয়। প্রকাশ্যে একটি ঘোষণা দেব। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রুভাল ও অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির মাধ্যমেই ঘোষণা দেওয়া হবে। গুজব ছড়ানোর যৌক্তিকতা নেই।’

তিনি বলেন, ‘এইচএসসি পাবলিক পরীক্ষা, এর সঙ্গে বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করি, আমি বলব সমাজের প্রতি, শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে, তাতে বড় ধরনের ব্যত্যয় ঘটবে।’

সরকারের কোনো ঘোষণা না পাওয়া পর্যন্ত ‘কোনো মন্তব্য করা থেকে’ বিরত থাকতে অনুরোধ জানান সচিব। তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন, যখনই পরীক্ষা নেব, দুই সপ্তহের নোটিস দিয়ে জানাব। পরীক্ষার তারিখ ঠিক করে প্রকাশ্যে জানাব। এখন কোভিড-১৯ সিচুয়েশেনের কারণে প্রস্তুতি নিয়ে রেখেছি, স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য।

জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে মাহবুব হোসেন বলেন, ‘আমরা যখনই সিদ্ধান্ত নেব, তখনই আপনাদেরকে জানাব। শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করব কী করতে যাচ্ছি আমরা।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেগত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত । ভাইরাসের প্রকোপ শুরুর কারণে ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আটকে গেছে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬