কুবির এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১০ নভেম্বর ২০১৮, ১০:৪৬ AM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়য়ের (কুবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। বিকাল ৩টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৯ টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর ১৯ টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভর্তি পরীক্ষার দিন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের মূল ফটকে বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যরা তল্লাশির দায়িত্বে থাকবে। এছাড়াও কেন্দ্রের বাইরের অংশে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থার লোকজন সতর্ক অবস্থানে থাকবে।

এর আগে গতকাল শুক্রবার বিকাল ৩ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০ টি আসনের বিপরীতে ২৬ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আর ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০ টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। 

এছাড়া ‘এ’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৭৭ জন শিক্ষার্থী এবং ‘সি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু লড়াই করছে।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬