‘মিথ্যা ভিডিও বানিয়ে সমস্যা সৃষ্টি করবেন না, প্লিজ!’

সানাই মাহবুব
সানাই মাহবুব   © সংগৃহীত

মডেল-অভিনেত্রী সানাই মাহবুব অনেক দিন হয় শোবিজ ছেড়েছেন। কিছুদিন আগে বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। গত ২৭ মে বিয়ে করেছেন তিনি। সংসার নিয়েই তার যত ব্যস্ততা।  

তবে সংসারের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ঢালিউডের এই নায়িকা। বুধবার (২৭ জুলাই) ইউটিউবারদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন সানাই মাহবুব। তার সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

সানাই জানিয়েছেন, ‘সম্মানিত নেটিজেন বৃন্দ আসসালামু আলাইকুম, আজকের এই পোস্ট টি কিছু ইউটিউবার ভাইয়াদের উদ্দেশ্যে, প্রিয় ইউটিউবার ভাইয়া আমার সালাম নিবেন, আশা করি আল্লাহ রাব্বুল আল-আমীনের রহমতে আপনারা ভালোই আছেন, একটা রিকোয়েস্ট করবো আজকে.. প্লিজ নিউজের সত্যতা নিশ্চিত করে নিউজ করবেন... এগুলো আপনাদের কাছে কিছুই মনে না হতে পারে কিন্তু আমরা যারা পাবলিক ফিগার তাদের সমস্যা হয়, কারণ আমাদের বাবা -মা, আত্মীয় স্বজন অনেক সরল মনের মানুষ, তারা এসব মিডিয়ার মাইর প্যাচ বুঝে না..তারা বুঝে না লাইম লাইট কি? তারা বুঝে না কেনো আমাদের নিয়ে নিউজ হয়! এসব তারা বুঝে না।’

ঢালিউডের এই অভিনেত্রী জানান, ‘যাই হোক আর একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, একজন ৯০ এর দশকের নায়িকার সঙ্গে আমার অনেক ভালো পরিচয় আছে, Even তার শ্বশুর শাশুড়ি সবার সাথে আমার পরিচয় আছে, গুলশানে থাকার সুবাদে আমি প্রায়ই evening walk এ শাহাবুদ্দিন পার্কে হাটতে যেতাম, সেখানে তার সাথে আমার পরিচয় এর পর আস্তে আস্তে ভালো সম্পর্ক হয় সেই নায়িকা আর আমার মাঝে, recently তাকে নিয়ে মিথ্যা ভিডিও বের হয় যেগুলো তার পরিবারে বাজে প্রভাব ফেলে, সে ভেঙে পড়ে, কাছ থেকে একজন মানুষ কে ভেঙে পড়তে দেখে আমার খারাপ লাগে, এরকম আরও অনেকেই একটা সময় লোক চক্ষুর অন্তরালে চলে গেছে নিজের প্রয়োজনে, পরিবারের তাগিদে... একটা সময়ে সব মেয়ে সংসার করে সে নায়িকা হোক, গায়িকা হোক, হোক পাইলট সবাই সংসার করে, বাচ্চা নেয়, মা হয় এটাই স্বাভাবিক।’

সানাই জানান, ‘উদাহরণস্বরূপ: বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত, তুমুল জনপ্রিয়তা আর অর্থের হাতছানি উপেক্ষা করে ড. নেনে’কে বিয়ে করে লন্ডনে পাড়ি জমায়, এরকম বহু উদাহরণ আছে নায়িকাদের সংসার জীবন নিয়ে... সো একটা সময়ে সবাই সংসার করে, করবে এটাই দুনিয়ার নিয়ম, ভাই প্লিজ অনুরোধ আপনাদের কাছে কারো জীবন নিয়ে মিথ্যা ভিডিও বানিয়ে তার জীবনে সমস্যা সৃষ্টি করবেন না, প্লিজ!’

তিনি আরও জানান, ‘অমুক ৯০ এর দশকের সেক্সি, হার্টথ্রব নায়িকা এখন কি করছে দেখুন, অমুক হট আইটেম কাকে বিয়ে করলেন দেখুন,অমুক হার্টথ্রব নায়িকা ২ বাচ্চার মা হলেন.... ব্লা ব্লা ব্লা! এরকম শিরোনাম দিয়ে নায়িকা কিংবা মডেলদের যাপিত  জীবনে সমস্যা সৃষ্টি করবেন না, এটাই অনুরোধ... ভাই ২০ বছর বয়সে একটা মেয়ে নায়িকা হতেই পারে, ৪৫ বছর বয়সেও কি সে নায়িকা থাকবে???  থাকতে পারবে??? তখন সে স্বাভাবিক নিয়মে ২,৩ বাচ্চার মা হবে, বাচ্চাদের দেখাশোনা করবে.... এটাই প্রকৃতির নিয়ম... এটা অস্বাভাবিক কিছু না... যুগ যুগ ধরে মহানায়িকারাও এটাই করেছেন... বিয়ে সাদি করেছেন, ঘর করেছেন, বাচ্চা জন্ম দিয়েছেন... এটা অস্বাভাবিক কিছু না তো! সো প্লিজ এতো রঙ, চং মাখানোর দরকার নাই।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence