হিরো আলম বললেন— পারি না এমন কিছু নেই!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৮:৫৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২২, ০৮:৫৩ PM
‘বেসুরো’ কন্ঠে রবীন্দ্রসঙ্গীত। তাতেই আপাতত ঠাট্টার পাত্র হিরো আলম। পদ্মা সেতু নিয়ে তার গানেও কটাক্ষের বন্যা। বেশ ক্ষুব্ধ তার অনুরাগীরাও। যাকে নিয়ে এত কটূক্তি, এত চর্চা, সেই হিরো আলম ওরফে আশরাফুল হোসেন কিন্তু চুপ।
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই গায়ক বলেন, হিরো আলম পারে না, এমন কিছু নেই!
হিরো আলম মানেই হিট। লাখ লাখ ভিউ আর লাইকের বন্যা। তার গাওয়া অ্যারাবিয়ান গান, উগান্ডা গান পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। শিল্পীর কথায়, গান যে কেউ গাইতে পারে। গান গাওয়ার জন্য কারও অনুমতি প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি ভালবেসে গান করি।
সঙ্গে তার আরও সংযোজন, আমাকে এই গান গাইতে বাধ্য করা হয়েছে। আমি দেশের অনেক বড় বড় শিল্পীদের কাছে গিয়েছিলাম, আমার ভিডিও গান গাওয়ার আর্জি নিয়ে। তারা কেউ রাজি হননি। তখনই ভাবলাম, আমি যদি হিরো হতে পারি, তা হলে গানও গাইতে পারি।
কারও কথাকে তাই আর প্রাধান্য দিতে রাজি নন হিরো আলম। বরং পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশের সঙ্গীত পরিচালক এবং শিল্পীদের দিকেই।
সূত্র: আনন্দবাজার পত্রিকা