নতুন সম্পর্কে পরীমণি, নেটিজেনদের চোখ শেখ সাদীর ঘড়িতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১০:৫৮ AM

পরীমণি। ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। মঙ্গলবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন তিনি। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
ফেসবুকে প্রকাশিত ওই ছবিতে, প্রিয় মানুষের বাহুডোরে দেখা মেলে অভিনেত্রীর। ছবির ক্যাপশনে তারিখ উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন।’
যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি তিনি। কেবল হাতটাই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি। অনেকেই পরীর পাশে থাকা মানুষটিকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন।
এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
এদিকে বুধবার রাত থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমণির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন।
কেউ কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমণি। কেউ আবার, পরীমণি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন।