জেমস © ফাইল ফটো
তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করার উদ্দেশ্যে ‘রিদম অব ইউথ’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজকরা মনে করছেন এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে।
নগর বাউল জেমসসহ এ ওপেন কনসার্টে থাকবে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, মেঘদল ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড। শুক্রবার দুপুর ২টায় ‘রিদম অব ইউথ’ উন্মুক্ত কনসার্টটি শুরু হবে, চলবে মাঝ রাত পর্যন্ত। আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
কনসার্টটি প্রসঙ্গে ফারুক মাহফুজ আনাম জেমস বলেন, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের জন্য গাইব, এটা ভালো লাগার বিষয়। সবাইকে স্বাগত। কনসার্টে দেখা হবে।’