বিয়ের জন্য যেমন পাত্র চান রাশমিকা

রাশমিকা মান্দানা
রাশমিকা মান্দানা  © সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে। ‘পুষ্পা ১’-এর মতোই ‘পুষ্পা ২’ ছবিতেও তার অসাধারণ অভিনয় ও নাচ প্রশংসিত হচ্ছে নানা মহলে। রাশমিকা শুধু তার অভিনয় দক্ষতা দিয়ে নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও বারবারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। বিশেষ করে তার প্রেমজীবন নিয়ে।

বিনোদন জগতে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও রাশমিকা ও তার প্রেমিক বিজয় দেবেরাকোন্ডা সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে সম্প্রতি, এক সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন বিয়ের জন্য কেমন পাত্র চাই তার। 

রাশমিকা বলেন, 'আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা।  সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।'

তিনি আরও বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।

নায়িকা আরও বলেন, 'প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভাল দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।’

উল্লেখ্য, রাশমিকার প্রথম বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমায় বিজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর থেকেই  গুঞ্জন শোনা যাচ্ছে বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। অনেকের ধারণা, এ কারণেই বিয়ে ভেঙে যায় তাঁর । তবে সম্পর্ক নিয়ে রশ্মিকা এবং তার প্রাক্তন স্বামী কেউই কখনো কিছু বলেননি। বর্তমানে বিজয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা গেলেও, রাশমিকা চান না এই সম্পর্ক নিয়ে বেশি আলোচনা হোক।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence