রাশমিকাকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে যা বললেন মুফতি হামজা

রাশমিকা মান্দানা ও আমির হামজা
রাশমিকা মান্দানা ও আমির হামজা  © সংগৃহীত

ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘পুষ্পা ২’। অভিনয় ও সৌন্দর্যের ছটায় ভারতসহ সারা বিশ্বেই আছে তার ভক্ত-অনুসারী। সম্প্রতি এই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। রাশমিকাকে নিয়ে তার বক্তব্য যেন আলোচনা-সমালোচনার শেষ নেই। এরই প্রেক্ষিতে নিজের মন্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এই মুফতি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন মুফতি আমির হামজা।

এর আগে ভাইরাল ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, ‘এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ.)।’

মুফতি আমির হামজার এই বক্তব্য প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তা আলোচিত-সমালোচিত হয়। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পোস্টে আমির হামজা লিখেছেন, ‘আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার (রাশমিকা মান্দানা) আলাপটুকুই আমার ভুল হয়েছে। আমি তা স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন, তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

একই পোস্টে আমির হামজা আরও বলেন, ‘আমি স্বীকার করছি, মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না।’

এছাড়াও, বিভিন্ন প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেছেন মুফতি আমির হামজা। সেখানে যেমন রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য রয়েছে, তেমনই রয়েছে নিজের ভুল স্বীকারের কথাও।

প্রসঙ্গত, সিনেমা জগতে ‘চালো’ সিনেমার মাধ্যমে রাশমিকার অভিষেক হয় তেলুগু সিনেমায়। এরপর ‘পুষ্পা: দ্য রাইজ’ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশছোঁয়া বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নেয়া রাশমিকা তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে বলিউড ইন্ডাস্ট্রিও এখন দাঁপিয়ে বেড়াচ্ছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence