শাকিবকে যেভাবে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস, জানালেন নিজেই

  © সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অপু বিশ্বাস ও শাকিব খান। শুধু সিনেমা নয় ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়েও দর্শকমহলেও বেশ পরিচিত এই জুটি। চলচ্চিত্র জগতের বাইরে নিজেদের প্রেম ও বিয়ে নিয়ে চলেছে নানা জল্পনা-কল্পনা। আর দম্পতির কোলজুড়ে আসা আব্রাম খান জয় দর্শকমনে বাড়তি কৌতূহল জাগিয়েছে। 

তবে এই জুটির ব্যাপক আলোচনা সমালোচনার বিয়ে টেকেনি বেশি দিন। বিয়ে-সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর ডিভোর্স হয় তাদের। যদিও সম্প্রতি শাকিবের ব্যাপারে বেশ ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে অপুকে। শাকিবের আচরণ, তাদের দুইজনের বোঝাপড়াসহ বিভিন্ন বিষয় গণমাধ্যমে বললেও এবার তাদের বিয়ের বিষয়ে কথা বলেছেন অপু নিজেই।

সম্প্রতি একটি গণমাধ্যমে এসে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে তার মায়ের একটি থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে বিয়ের দিকে পরিস্থিতি গড়ায় বলে জানান এই অভিনেত্রী। 

তিনি বলেন, মা কখনই নায়িকা ভাবেননি আমায়। কোনো একটা ব্যাপারে শুটিং সেটে এসেই মা আমাকে থাপ্পড় দিয়েছেন। মেকআপ নেওয়া, রোমান্টিক সিনের জন্য প্রস্তুত আমি। আর মা বলছে, এদিকে আয়। আমি আসছি বলি। কিন্তু আসছি বললাম কেন, উঠে সবার সামনেই দুই গালে দুটি থাপ্পড় দিয়েছেন।

অপু বলেন, বলতে গেলে তখন ক্যামেরা অন। মেকআপ নেওয়া থাকায় গালে থাপ্পড়ের দাগ বসে গেছে। সেটে উপস্থিত সবাই বলছিল, আন্টি কী হয়েছে, কী হয়েছে। সিনেমার নাম ছিল ‘তোমার জন্যে মরতে পারি’। সবার সামনে একে তো লজ্জা, আবার মারের ব্যথা, তৃতীয়ত যাকে পছন্দ করি তার সামনে ছোট হলাম না? এসব হচ্ছে বিয়ের আগের ঘটনা। আর এসব ব্যাপার থেকেই বিয়ে আমাদের।

এই অভিনেত্রী বলেন, মা যখন এভাবে বাধা দিচ্ছিল, তখন মগবাজারের একটি ডুপ্লেক্স বাসায় থাকত শাকিব খান। সেখানে গিয়েছিলাম। সেখানে আমার শাশুড়িও ছিলেন। তখন আন্টি ডাকি আমি। যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন, কী খেতে পছন্দ করি। আমি সবসময় ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি।

তিনি বলেন, আমার মাকে আমি বলেছিলাম, শপিংয়ে যাচ্ছি। শাকিবের বাসায় যাওয়ার পর আমাকে ইলিশ মাছ খাওয়ান আন্টি। সঙ্গে উকিল বাবা মামুন (প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন) ছিলেন। শাশুড়ি মাছ ভেজে খাওয়ান। মাছের এক টুকরা আমাকে খাইয়ে দেন। এত লজ্জা আর ভয় লাগছিল। আবার বিষয়টি এত ভালো লেগেছিল যে প্রায় তিন মাস আমি শুধু ওই চিন্তাই করতাম। মানে কীভাবে সবার মধ্যে আমাকে খাওয়ালো। একবার এক লোকমা খাইয়ে দিয়েছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে অপু বিশ্বাস জানান―২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় পরবর্তীতে বিপাকে পড়েন তিনি।

শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence