দুই সন্তানকে স্বীকৃতি দিলেন শাকিব, প্রথম সন্তান রাহুলের কী হবে?

শাকিব ও রাহুল
শাকিব ও রাহুল   © সংগৃহীত

সবার কাছে তিনি শাকিব খান হলেও, ওই নারীর কাছে তিনি কেবলই ছিলেন মাসুদ রানা। সাধারণ মাসুদ রানা যখন শাকিব খান হয়ে উঠেনি তখনই রাত্রি নামের সেই তরুণীর প্রথম ভালোবাসা ছিলেন তিনি। তারকা খ্যাতির শীর্ষে ওঠার যাত্রায় একের পর এক শাকিব পিছুটান কেটেছেন চোখবুজে। অদৃশ্য রক্তপাতহীন এই কর্তনের বলি হয়েছেন রাত্রি। সম্পর্কে শাকিব খানের প্রথম স্ত্রী বা বলা যায় তার প্রথম সন্তানের মা।

জানা যায়, শাকিব খান ও রাত্রীর বিয়ে হয় ২০০৮-৯ সালে। তখন একটি জাতীয় দৈনিকে তাদের বিয়ের খবর ছবিসহ প্রকাশ পায়। যদিও শাকিব খান সেই বিয়ে অস্বীকার করেন। তিনি সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকদের হুমকি দেন বলেও জানা গেছে। 

সেই রাত্রির গর্ভে প্রথম সন্তান জন্ম নিলেও অভিযোগ রয়েছে শাকিব তাদের দেখভালের দায়িত্ব নেননি। 

বিভিন্ন অনলাইন পোর্টালের প্রতিবেদনে বলা হয়, সবার কাছে তিনি শাকিব খান হলেও, রাত্রির কাছে তিনি মাসুদ রানা। সাধারণ মাসুদ রানা যখন শাকিব খান হয়ে ওঠেনি তখন রাত্রি নামের সেই তরুণীর প্রথম ভালোবাসা ছিলেন তিনি। তারকা খ্যাতির শীর্ষে ওঠার যাত্রায় শাকিব খান অস্বীকার করেন রাত্রিকে।

আরও পড়ুন: মানুষ কতটা জঘন্য হলে দু’দিন পরপর বিয়ে করে, মজা করে

অপু বিশ্বাসের গর্ভে আব্রাহামের জন্ম, শাকিবের সঙ্গে বিচ্ছেদের সময় জানা যায় রাত্রির কথা। প্রশ্ন ওঠে রাত্রি কেন তার অধিকার আদায়ের জন্য অপু বিশ্বাসের মতো সংবাদমাধ্যমের সামনে আসেননি।

তখন রাত্রি তিনি জানিয়েছিলেন, যে ভালোবাসার কারণে এতোগুলো বছর চুপ থেকেছি, এখন আর মুখ খুলে কী লাভ? শাকিব যদি কোনোদিন বুঝতে পারে, ফিরে আসে তাহলে আমার আর কিছু চাই না। এর বাইরে মুখ খুলিনি কারণ আমি চাইনি আমার হিরোর (শাকিব খানের) কোনো ক্ষতি হোক।

নিজেকে শাকিবের প্রথম সন্তানের মা হিসেবে দাবি করে তখন রাত্রি আরো বলেন, আমি আর আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমি জোর গলায় বলতে চাই শাকিব খানের প্রথম সন্তানের মা আমি। এটা শাকিবও অস্বীকার করতে পারবে না।

তবে এ বিষয়ে শাকিব খান কখনো কোথাও মন্তব্য দেননি। 

এফডিসির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদনে বলা হয়, চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর শাকিব নিজের অবস্থান আরো গুছিয়ে নেন। ততদিনে জুটি হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠে শাকিব-অপু। গোপনে প্রেম-বিয়ে এমনকি তিনবার অপুরও বাচ্চাও নষ্ট করতে হয়। এ সময়ে রাত্রির জীবনের শাকিব অধ্যায়ের সমাপ্তি ঘটে। যদিও রাত্রি নিজের পরাজয় না মেনে নিয়ে, নিজের সঙ্গে যুদ্ধ করে এফডিসিতে চতুর্থ শ্রেণির আর্টিস্ট হয়ে জীবন-যাপন করতে থাকেন।

অন্যদিকে, শাকিব খানের নতুন প্রেমিকা হিসাবে ইতিমধ্যে চাউর হয়ে গেছে পূজা চেরির নাম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence