খুশিতে কাঁদলেন দর্শনা

অভিনেত্রী দর্শনা বণিক
অভিনেত্রী দর্শনা বণিক  © টিডিসি ফটো

অপারেশন সুন্দরবনের প্রিমিয়ার অনুষ্ঠানে খুশিতে কাঁদলেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। মুক্তির দু'দিন আগে প্রিমিয়ার হলো সিনেমাটির। সিনেমাটি আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) র‌্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই সিনেমার প্রিমিয়ার হয় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।

চোখের জল মুছতে মুছতে দর্শনা সাংবাদিকদের বলেন, একটা সিনেমার প্রিমিয়ারে এত এত স্বনামধন্য মানুষজন, এত সাংবাদিক, এত বড় আয়োজন, সর্বোপরি সিনেমাটা এত ভালো হয়েছে, এসব দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আমি ইমোশনাল হয়ে পড়ছি একটা সিনেমার এত বড় আয়োজন দেখে। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সিনেমার কলাকুশলীরা প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।

দর্শনার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশে।  তিনি জানান, খুব শিগগিরই নতুন ছবি নিয়ে দেখা হবে। কাজের কথা হচ্ছে আরও দুই-তিনটি ছবিতে। 

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

অপারেশন সুন্দরবন র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে। সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসিক অভিযান।

নির্মাতা দীপঙ্কর দীপন সিনেমাটি পরিচালনা করেছেন। রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন আহমেদ, রনক হাসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখরা অভিনয় করেছেন তারকাবহুল এ সিনেমায়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence