বশেফমুবিপ্রবিতে সশরীরে ক্লাস বন্ধ, ভর্তি কার্যক্রম চলবে

২৪ জানুয়ারি ২০২২, ০৯:১০ AM
বশেফমুবিপ্রবিতে সশরীরে ক্লাস বন্ধ, ভর্তি কার্যক্রম চলবে

বশেফমুবিপ্রবিতে সশরীরে ক্লাস বন্ধ, ভর্তি কার্যক্রম চলবে © ফাইল ছবি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সশরীরে ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চলবে অনলাইনে শিক্ষা কার্যক্রমও। এছাড়া চলমান বন্ধ ভর্তি কার্যক্রমে কোন প্রভাব ফেলবে না।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো হয়, এদিন থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোস্টেলগুলো খোলা রাখা হবে।

আরও পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে

এ ছাড়া বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাসমূহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। আবাসিক হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষকগণ ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চলমান ভর্তি কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের জমায়েত, বহিরাগত বা দর্শনার্থী ও তাঁদের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে দাপ্তরিক প্রয়োজন ছাড়া কাউকে ক্যাম্পাসে ঘোরাফেরা না করার জন্য পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: সাত কলেজের ভর্তি শুরু

সভায় ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার খান মো. অলিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম এ হুরাইরা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হোস্টেল তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঢাবি-রাবি-চবিকে ছাড়িয়ে কুবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬