বশেমুরবিপ্রবির হল খোলা থাকবে, বন্ধ সশরীরে ক্লাস

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   © সংগৃহীত

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রসাশন। তবে ইতোমধ্যে যে সকল বিভাগে পরীক্ষা শুরু হয়েছে তাদের পরীক্ষা কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।

আজ রবিবার (২৩ জানুুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয় হয়।

আরও পড়ুন: প্রশ্নফাঁসে জড়িত রূপাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আবাসিক হলগুলো খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান থাকবে। এছাড়া নতুন করে কোন পরীক্ষা কার্যক্রম শুরু হবে না বলেও জানা গেছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, করোনার নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসছে। এটা আশঙ্কাজনক। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!