প্রথমদিনে হাবিপ্রবিতে ভর্তি ৪১২ জন, আসন খালি ৭৯৩টি

হাবিপ্রবিতে ভর্তি
হাবিপ্রবিতে ভর্তি  © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছয়টি অনুষদের অধীনে স্নাতক প্রথমবর্ষে সর্বমোট ৪১২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অন্যদিকে, আসন খালি আছে ৭৯৩টি।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভর্তি কার্যক্রম। শিক্ষার্থী ভর্তির হার প্রায় ৩৪.১৯%। বিগত কয়েক বছরের তুলনায় কম হওয়ায় ভর্তি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছে করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগে ভর্তি হয়েছে ১৭ জন (খালি ৫৮টি), পদার্থে ২৮ জন (খালি ৪৭টি), গণিতে ২৬ জন (খালি ৫৪টি) এবং পরিসংখ্যানে ৩৪ জন (খালি ৪৬টি) শিক্ষার্থী ভর্তি হয়।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সিএসই বিভাগে ভর্তি হয়েছে ১০ জন (খালি ৫০টি) , ইইই বিভাগে ১২ জন (খালি ৪৮টি) ও ইসিই বিভাগে বিভাগে ভর্তি হয়েছে ১৯ জন শিক্ষার্থী (খালি ৪১টি)।

এদিকে, মাৎস্যবিজ্ঞান অনুষদে ভর্তি হয়েছে ২৯ জন (খালি ৫১টি), কৃষি অনুষদে ভর্তি হয়েছে ১২০ জন (খালি ১৮০টি) এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদে ভর্তি হয়েছে ৩০ জন (খালি ৫০টি) শিক্ষার্থী ।

অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৫ জন (খালি ৪৫ টি), ফুড এ্যান্ড প্রোসেসিংইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৭ জন (খালি ৪৩টি), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৫ জন (খালি ৩৫টি), স্থাপত্যবিভাগে ভর্তি হয় ৩২ জন (খালি ৩টি) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ৮ জন (খালি ৪২টি ) জন শিক্ষার্থী।

এদিকে, আগামী রবিবার (৯ জানুয়ারি) হাবিপ্রবিতে বিজনেস স্টাডিজ ও সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের মেধা তালিকার ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভর্তি কার্যক্রম নিয়ে জানতে চাইলে ভর্তি কমিটির সচিব ও হাবিপ্রবির রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক বলেন, যথাযত স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশ নেয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমরা বসার ব্যবস্থা করেছি। সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence