কৃষি প্রকৌশল উদ্ভাবন প্রতিযোগিতায় প্রথম হাবিপ্রবির শামসুজ্জামান

৩১ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ PM
সম্মাননা গ্রহণ করছেন হাবিপ্রবি শিক্ষার্থী শামসুজ্জামান

সম্মাননা গ্রহণ করছেন হাবিপ্রবি শিক্ষার্থী শামসুজ্জামান © টিডিসি ছবি

কৃষি প্রযুক্তিতে খুব অল্প খরচে শস্য শুকানোর জন্য 'ড্রায়ার' মেশিনের আইডিয়া উপস্থাপন করে ‘কৃষি প্রকৌশল উদ্ভাবন প্রতিযোগিতা-২০২১’ এ প্রথম স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭তম ব্যাচের এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান ও তার দল।

রাজধানীর একটি হোটেলে আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত এই প্রতিযোগিতায় দীর্ঘ ৯ মাস যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে ২০টি দল থেকে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার ও তার দল।

ধান, গম, ভুট্টাসহ অন্যান্য শস্য উৎপাদনের পর তা শুকানো কৃষকদের জন্য অত্যন্ত জরুরি। চাতালে বা গতানুগতিক পদ্ধতিতে এই শস্য শুকাতে কৃষকদের বেশ কাঠখড় পোহাতে হয়। এছাড়াও সাধারণভাবে শস্য শুকানো অনেক সময় সাপেক্ষ ও বৈরী আবহাওয়ায় কৃষকদের জন্য তা আরও দুর্বিষহ হয়ে পড়ে। 

এই সমস্যা সমাধানে শামসুজ্জামানের 'ড্রায়ার' মেশিন খুবই কার্যকারী হবে বলে ধারণা কৃষিবিদদের।

আরও পড়ুনঃ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি কাউন্সিল মেম্বার শাহানা

প্রতিযোগিতায় হাবিপ্রবির শিক্ষার্থী শামসুজ্জামান ও তার দলের প্রস্তাবিত 'ড্রায়ার' অনেক ছোট, সুলভ মূল্য এবং কৃষকদের জন্য ব্যবহার উপযোগী হওয়ায় তা বিচারকদের দৃষ্টিকাড়ে। 'ডিজাইন অফ এ সারকুলার টাইপ ক্রস ফ্লো ড্রায়ার ফর লো এ্যন্ড হাই মশ্চার গ্রেইন' প্রজেক্ট টাইটেলে শামসুজ্জামানের শস্য শুকানোর 'ড্রায়ার' মেশিন আইডিয়ার মেন্টর ছিলেন হাবিপ্রবির এগ্রিকালচারাল এ্যন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন সরকার। আলীম ইন্ডাস্ট্রিজ শামসুজ্জামানের প্রস্তাবিত এই 'ড্রায়ার' বাস্তায়নে অর্থায়ন করবে বলে জানা গেছে।

বিজয়ী শামসুজ্জামান বলেন, 'আয়োজকরা কয়েকটি বিষয় নির্ধারণ করে দিয়েছিল যেগুলোর উপর আমাদের আইডিয়া জমা দিতে হয়েছে। এজন্য আমি শস্য শুকানোর 'ড্রায়ার' বানানোর আইডিয়া দেওয়া যায় কিনা সে ব্যাপারে চিন্তা করি। আমাদের দেশে বড় বড় মিল পর্যায়ে ড্রায়ার থাকলেও ছোট পর্যায়ে কোন ড্রায়ার নেই যেটি কৃষক পর্যায়ে ব্যবহার করা যাবে।যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু ড্রায়ার ডেভেলপ করা হলেও সেগুলোতে কিছু সমস্যা আছে, আর সেটি হল 'ইউনিফর্ম ড্রায়িং প্রবলেম'। তাদের ড্রায়ারে 'গ্রেইন কন্টিনিউস' চলাচল না করার কারণে 'ইউনিফর্ম ড্রায়িং' টা আসলে সেভাবে হয় না। আর সেটিই ছিল আমার মূল লক্ষ্য যে কিভাবে শস্য শুকানোর জন্য একটি কার্যকর 'ড্রায়ার বানানো যায়। যেটি হবে কৃষক পর্যায়ে ব্যবহার উপযোগী।

তিনি আরো বলেন, আর দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল আমার প্রস্তাবিত ড্রায়ারটি ছোট এবং সুলভ মূল্যে রাখা। এজন্য আমি ড্রায়ারটির ডিজাইন করার পর নিকটস্থ ওয়ার্কশপে যখন দেখালাম, তখন তারা বললো ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যেই এই ড্রায়ার বানানো সম্ভব। যা কৃষকদের জন্য অনেক সাশ্রয়ী। এরপর আমি আমাদের বিভাগের প্রফেসর ডক্টর মো: কামাল উদ্দিন সরকার স্যারের সাথে কথা বলে আইডিয়া ডেভেলপ করি এবং প্রতিযোগিতায় পাঠিয়ে দেই। বিচারকরা যাচাই বাছাই শেষে ১০ জনকে নির্বাচন করে প্রেজেন্টেশন দেয়ার জন্য। প্রেজেন্টেশনের পর তারা তিনটি আইডিয়া নির্বাচন করে। বিজয়ী হিসাবে যেখানে আমার আইডিয়া প্রথম হয়।

প্রস্তাবিত 'ড্রায়ার' আইডিয়ার মেন্টর হাবিপ্রবির এগ্রিকালচারাল এ্যন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন সরকার বলেন, 'এই ড্রায়ারটি যদি বাণিজ্যিকভাবে তৈরী করা হয় তাহলে এটি হবে কৃষকদের জন্য একটি 'লো কস্ট টেকনোলজি'। সাধারণত এমন স্বল্প মূল্যের 'ড্রায়ার' এর প্রচলন বাংলাদেশে এখনো হয়নি। সেক্ষেত্রে প্রস্তাবিত এই ড্রায়ার কৃষকদের জন্য সহজলভ্য হওয়ায় প্রতিযোগিতায় এটি প্রথম স্থান অর্জন করেছে।'

আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলিমুল হাসান চৌধুরী জানান, 'বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে তরুণ কৃষি প্রকৌশলী ও সংশ্লিষ্ট গবেষকদের উৎসাহ দিতে এমন আয়োজন করা হয়। বাংলাদেশের সমসাময়িক কৃষি প্রকৌশল সংক্রান্ত সমস্যার সমাধান অন্বেষণ ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনকে উৎসাহিত করতেই এই প্রতিযোগিতা আয়োজনের প্রধান লক্ষ্য।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ভর্তি পরীক্ষার ফল জানা য…
  • ২০ জানুয়ারি ২০২৬
অস্ত্র ছিনিয়ে নিয়ে র‍্যাব কর্মকর্তার পায়ে গুলি, এরপর পিটিয়ে…
  • ২০ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত 
  • ২০ জানুয়ারি ২০২৬
শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফে…
  • ২০ জানুয়ারি ২০২৬
ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার
  • ২০ জানুয়ারি ২০২৬
২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত ইসলামী
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9