বশেমুরবিপ্রবি ছাত্রী অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

২৬ ডিসেম্বর ২০২১, ০৭:০৮ PM
ছাত্রী অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধনে আইন বিভাগ

ছাত্রী অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধনে আইন বিভাগ © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। ভুক্তভোগী ওই শিক্ষার্থী আইন বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: এক বছরে ৩৬ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

এসময়, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নিয়ে  আইন অনুষদের ডিন ও প্রক্টর ড.রাজিউর রহমান বলেছেন, ‘ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। চক্রান্তকারীরা ষড়যন্ত্র করে তার কলমকে থামিয়ে দেয়ার জন্যে হুমকি প্রদর্শন করেছে। এ ঘটনার নেপথ্যে যারা আছে, তাদের শাস্তি কামনা করি।’

চক্রান্তকারীদের হুশিয়ার করে দিয়ে তিনি আরও বলেছেন,‘ এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর দিকে চোখ তুলে তাকাবেন না। কোনো শিক্ষার্থীর সাথে অন্যায়মূলক আচরণ করলে আমরা তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।’

এসময়, আইন বিভাগের সভাপতি মানসুরা খানম জানিয়েছেন, ‘জিনিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে লেখালেখি করেছে সেই জের হতে পারে অথবা অন্য কারণেও এমন ঘটনা ঘটতে পারে। এজন্য আমরা চাই প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। এই ঘটনায় ইতোমধ্যে জিডি করা হয়েছে। যদি পুলিশ প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে আমরা মামলা মোকদ্দমার দিকে যাবো।’

আরও পড়ুন: ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি সর্বনিম্ন

ওই শিক্ষার্থীর সহপাঠী উজ্জ্বল মন্ডল ঘটনার বিচার দাবি করে বলেছেন,‘আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় দুষ্কৃতিকারীদের যেন অতি দ্রুত বিচারের আওতায় আনা হয়।’

সেই সঙ্গে এই প্রতিবাদ কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত সোয়া ৮টায় গোপালগঞ্জ ডিসি অফিসের পাশের একটি প্রধান সড়ক থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাইক আরোহী দুইজন ব্যক্তি অপহরণের চেষ্টা করে। তিনি ইংরেজি দৈনিক ডেইলি সান এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি। এই ঘটনার পর গোপালগঞ্জ সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষার্থী।

খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9