প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ৮ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:০৫ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:০৫ PM
অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফলের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আট অনুষদের ৮ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এসকল শিক্ষার্থীদের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হলে বিবাহিত ছাত্রী না থাকার নিয়ম বাতিল করছে মাভাবিপ্রবি
স্বর্ণপদকের জন্য মনোনীত ৮ জন শিক্ষার্থী হলেন: ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: হাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, জীববিজ্ঞান অনুষদ থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সজল রায়, মানবিক অনুষদ থেকে বাংলা বিভাগের তনিমা সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের এস, এম, ইসমাইল হোসেন, আইন অনুষদ থেকে আইন বিভাগের সুলতানা আনজুমান এবং কৃষি অনুষদ থেকে কৃষি বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার।
আরও পড়ুন: বিবাহিত ছাত্রীদের হলে না রাখার নিয়ম কীভাবে এসেছিল?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: মোরাদ হোসেন বলেন, আমরা প্রথমে সাতজন এবং আজ জীববিজ্ঞান অনুষদের একজনের তথ্য ইউজিসিতে পাঠিয়েছি। অর্থাৎ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সর্বমোট ৮ জন শিক্ষার্থীর তথ্য ইউজিসিতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে।