প্রকৌশল গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দিতে হবে স্বাস্থ্য পরীক্ষা

লোগো
লোগো  © ফাইল ফটো

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ভর্তি হতে পারবেন না শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে প্রকৌশল গুচ্ছের নেতৃত্বে থাকা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদ যাচাইপূর্বক জমাদানের পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পরের দিন সকালে ঘোষণাকৃত প্রার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগ দেখে কেবলমাত্র ভর্তি কমিটির অনুমোদনকৃত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদেরকের ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা বিশ্বআিদ্যালয় নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে।


সর্বশেষ সংবাদ