সব বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি পরীক্ষায় আসার আহবান যবিপ্রবি উপাচার্যের

যবিপ্রবিতে জিএসটিভুক্ত সমন্বিত  ভর্তি পরীক্ষার দৃশ্য
যবিপ্রবিতে জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার দৃশ্য  © টিডিসি ফটো

সব বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি পরীক্ষায় আসার আহবান জানিয়েছেন  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সোমবার (১ নভেম্বর) গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমাপ্ত হলো। যবিপ্রবিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে সকল বিশ্ববিদ্যালয় যদি একসাথে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে পারে, তাহলে শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের দুর্দশা আরও লাঘব হবে।’ এছাড়া শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান যবিপ্রবি উপাচার্য। 

গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়। ইতিমধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে।

জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় যবিপ্রবি কেন্দ্রে আসন পড়ে ৮৯৯ জন শিক্ষার্থীর। এরমধ্যে প্রায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ