বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত

২৪ অক্টোবর ২০২১, ০৪:৪১ PM
বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত

বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত © ফাইল ছবি

‘বিল্ডিং ব্যাক টুগেদার ফর পিস অ্যান্ড প্রসপারিটি’ স্লোগানকে সামনে রেখে জাতিসংঘ দিবস পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় শান্তির পথিক পায়য়া অবমুক্তকরণ ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে জয়বাংলা চত্বর ঘুরে একই জায়গায় এসে র‍্যালিটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব, আইন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. বদরুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবা উদ্দিন, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রভাষক নুসরাত তায়েফ।

বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. বদরুল ইসলাম সবাইকে জাতিসংঘ দিবস-২০২১ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় জাতিসংঘ একটি অপরিহার্য আন্তর্জাতিক সংস্থা। বিশ্ব রাজনীতিতে শান্তি ও সুরক্ষা রক্ষার প্রত্যয়ে জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করছে। এর ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর পাশাপাশি বিশ্ব ব্যবস্থায় তাদের অবস্থান তুলে ধরতে পারছে।

প্রসঙ্গত, ২৪ অক্টোবর বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে জাতিসংঘ দিবস উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬