আনন্দ-উচ্ছ্বাসে ক্লাসে ফিরলেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

সশরীরে ক্লাসে ফিরেছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা
সশরীরে ক্লাসে ফিরেছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা  © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।   

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের নিজ নিজ বিভাগ আর ক্লাসরুমে ফিরে গেছে। সেখানে শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে তাদের স্বাগত জানিয়েছে।   

ক্লাসে ফিরতে পেরে কেমন লাগছে- জানতে চাইলে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আরা একটা হাসি দিয়ে জানালেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে অন্য শিক্ষার্থীদের মতো সেও আনন্দিত। ফেরদৌস আরা বলেন, আমি খুবই আনন্দিত। বিশেষ করে একসাথে সকল সহপাঠীদের পেয়ে খুবই ভালো লাগছে। আজকের দিনটাকে আমার অনেকটা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের মত আনন্দময় মনে হচ্ছে।

আইন বিভাগের শিক্ষার্থী মো: ফিরোজ বলেন, এতদিনে আমরা যে অস্থিতিশীল পরিস্থিতিতে সময় কাটাচ্ছিলাম তার অবসান ঘটলো। এতদিনে জমে ওঠা হতাশা থেকে বেরিয়ে আসতে পেরে আমরা আশাবাদী যে আবারও আগের মতো স্থিতিশীল পরিস্থিতিতে আমাদের শিক্ষা কার্যক্রম চলতে থাকবে।

শিক্ষার্থীদের হলে ও ক্লাসরুমে ফেরাতে পেরে স্বস্তিতে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান জানালেন, দীঘদিন পর ক্যাম্পাস আবারও শিক্ষাথীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠায় তারা সত্যিই আনন্দিত।

প্রক্টর রাজিউর রহমান বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমাদের একটি টিম কাজ করছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদেরকেও বলা হয়েছে কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু তাদের সামনে এলে তারা যেনো প্রশাসনকে অবহিত করে।

আশা করছি সকলের সহযোগিতায় আমরা আমাদের একাডেমিক এবং প্রশাসনিক কার্যাবলি সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিতে পারবো, বলেন প্রক্টর।


সর্বশেষ সংবাদ