বশেমুরবিপ্রবি

ফের অবস্থান কর্মসূচিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা

০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৭ PM
অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

বিভাগ অনুমোদনের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নেয় বিভাগটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

অবস্থানরত ইতিহাস বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক বলেন, প্রায় দুইবছর যাবত আন্দোলন করে যাচ্ছে একটি বিভাগ। আমরা দিন দিন অনেক বেশিই হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। ইতিহাস বিভাগ অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউজিসি থেকে আগামী দুয়েক মাসের মধ্যে ইতিহাস বিভাগ অনুমোদনের আশ্বাস দেয়া হয়েছে।

তবে ইউজিসির এ আশ্বাসে ভরসা করতে পারছেন না শিক্ষার্থীরা। ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ বলেন, ইতোপূর্বেও আমাদের বহুবার আশ্বাস দেয়া হয়েছে কিন্তু সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। তাই এবারে আমরা আর কোনো আশ্বাসে ভরসা করতে চাই না। অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো এবং ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদন না প্রদান করলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) থেকে অনুমোদন না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করেন। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬