শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় পাবিপ্রবি ছাত্রলীগের দোয়া মাহফিল

শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় পাবিপ্রবি ছাত্রলীগের দোয়া মাহফিল
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় পাবিপ্রবি ছাত্রলীগের দোয়া মাহফিল  © টিডিসি ফটো

২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। এতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আজ শনিবার (২১ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালোয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ এবং সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবুর নির্দেশনায় এ সময় উপস্থিত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি লেলিন খান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন (শেখ রাসেল), হামিদুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাজীব, মফিদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেকার মাহমুদ সোরভ, কার্যকরী সদস্য মো. রনি আহম্মেদসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাজীব বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের বিভীষিকাময় ২১ আগষ্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক শ্রদ্ধাবোধের কবর রচনা করেছিল তৎকালীন বিরোধীদলীয় বিএনপি-জামায়াত জোট সরকার। সেদিন যেভাবে মানব বলয় তৈরি করে নেত্রীকে রক্ষা করতে নেতা কর্মীরা নিজের জীবন দিয়েছিলেন আজও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতা কর্মীরা সদা সর্বদা প্রস্তত।


সর্বশেষ সংবাদ