বঙ্গবন্ধু মাটি ও মানুষের পরম আত্মীয়: পাবিপ্রবি ছাত্রলীগ

নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে পাবিপ্রবি
নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে পাবিপ্রবি  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়।

আজ রবিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কুচক্রী মহল ভেবেছিলো বঙ্গবন্ধুকে নিঃশেষ করলেই হয়তোবা তারা দেশে পাকিস্তান শাসন কায়েম করতে পারবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্ময় ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল, খাদ্য বিতরণ ও মশাড়ি দানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence