সব বিভাগীয় শহরে পৌঁছে দেবে না পাবিপ্রবির বাস, রোডম্যাপে ক্ষুব্ধ শিক্ষার্থীরা
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৬:৪৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২১, ০৭:২০ PM
পাবনায় আটকে পড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে পাবিপ্রবি প্রশাসন! ঠিক এমনটাই কথা দেওয়া হয়েছিলো প্রশাসনের পক্ষ থেকে। সেই মোতাবেক শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ১৩ জুলাই রোডম্যাপ প্রকাশ করে প্রশাসন। যে রোডম্যাপে নেই দেশের ৫টি বিভাগীয় শহর, নেই দেশের রাজধানী!
১৩ জুলাই প্রকাশিত হওয়া রোডম্যাপে তিনটি বাস রাজশাহীর, তিনটি এলেঙ্গার, দুইটি রংপুরের , দুইটি ঝিনাইদহ, একটি বগুড়া এবং একটি কুষ্টিয়ায় যাতায়াতের শিডিউল দেওয়া হয়। এই শিডিউল প্রকাশ হওয়ার সাথে সাথেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীরা উক্ত রোডম্যাপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, হাস্যকর একটি রোডম্যাপ তৈরি করেছে পরিবহন পুলের দায়িত্ববানরা। দেশের সবগুলো বিভাগে অন্তত একটি করে বাস দেওয়া উচিত প্রশাসনের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব ফরিদুল ইসলাম বাবু জানান, আমরাই আবেদন করি সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে বাস দিতে। কিন্তু এটা দুঃখজনক যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কোন আলোচনা না করেই হটকারিতায় এমন অযৌক্তিক রোডম্যাপ প্রকাশ করেছে। আমরা এরকম সিদ্ধান্তের নিন্দা জানাই এবং এমন রোডম্যাপ বয়কট করলাম।
এই বিষয়ে পরিবহণ পুলের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি প্রক্টর অফিসের উপর দায় চাপিয়ে নিজের কিছু করার নেই বলে এড়িয়ে যান। অতঃপর প্রক্টর ড.মো: হাসিবুর রহমানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।